শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

সিরাজগঞ্জে বিদ্যুৎ নিয়ে বাণিজ্য

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গার ঘুড়কা ইউপির বাসুদেবকোল গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে নিরীহ গ্রামবাসীর কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা নেওয়ার তিন বছর পরও বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীরা টাকা ফেরত ও বিদ্যুৎ সংযোগ পেতে স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে জানা যায়, প্রায় তিন বছর আগে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে স্থানীয় এক ছাত্রলীগ নেতা মিটারপ্রতি ১০ হাজার টাকা নেন। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও সংযোগ দেওয়া হয়নি। সংসদ সদস্য গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন জানান, সরকার শুধু সংযোগ ফি নিয়ে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে। তদন্তে টাকা নেওয়ার বিষয়টি প্রমাণ হলে গ্রাহকদের টাকা ফেরতের ব্যবস্থা নেওয়া হবে। রায়গঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আলহাজ শামীম খান জানান, গ্রাহকদের অভিযোগ পাওয়ার পরই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত শেষে ব্যবস্থাগ্রহণের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম সেলিম জানান, গ্রাহকরা সবাই আমার নিজ গ্রামের ও নিকটাত্মীয়। ওইভাবে টাকা নেইনি। সামান্য কিছু টাকা নেওয়া হয়েছে। এটিকে পুঁজি করে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ খবর