শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

এক পলক

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে অন্তর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে স্বরমুশিয়া ইউনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অন্তর ওই গ্রামের মস্তো মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে অন্তর গবাদি পশুর ঘাস কাটতে গেলে আটপাড়া পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়। —নেত্রকোনা প্রতিনিধি

পুলিশ ফাঁড়ির অদূরে চুরি

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর পুলিশ ফাঁড়ির কাছে একটি মোবাইলের দোকানে চুরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকার কিংডম ইলোকট্রনিক্স ও মোবাইল সেন্টারে এ ঘটনা ঘটে। চোরেরা ওই দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার ৮০টি মোবাইল ফোনসহ ১০ হাজার টাকা নিয়ে গেছে।

— নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রেণু পোনা জব্দ

পটুয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল দুটি ট্রাকবোঝাই সাড়ে ৯ লাখ বাগদা ও গলদা রেণু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় দুই ট্রাক চালকসহ আটজনকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাবেকুন নাহার এই আদেশ দেন। জব্দ করা রেণু পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। জব্দ পোনার বাজার মূল্য আনুমানিক ১৯ লাখ টাকা।

— পটুয়াখালী প্রতিনিধি

জাল নোটসহ আটক ২

নওগাঁর বদলগাছী থেকে ৮৩ হাজার টাকার জাল নোটসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কোলাপালশা গ্রাম থেকে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন এই তথ্য জানান। আটকরা হলেন- সিদ্দিক মণ্ডল ও নওগাঁর বদলগাছী উপজেলার হাসান আলী চৌধুরী। — নওগাঁ প্রতিনিধি

মাদকবিরোধী বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ ও হাবিবনগর এলাকায় গতকাল এ মিছিল বের করা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ হাাবিবুর রহমান হারেজ জানান, স্থানীয় পিতলগঞ্জ এলাকার একটি বালুর গদিতে বালুবাহী বাল্কহেড দিয়ে বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা ট্যাবলেট আমদানি করা হয়। পরে এলাকার কয়েক বিক্রেতা উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়। গত ৩১ মে এর প্রতিবাদ করলে মাদক কারবারিরা তার উপর চড়াও হয়। এর প্রতিবাদে ভাইস চেয়ারম্যানের অনুসারীরা বিক্ষোভ মিছিল করেন।— রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নরসিংদীতে সংঘর্ষে আহত ২০

আধিপত্য বিস্তারকে কেন্দ  করে নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আলীপুরা গ্রামের কামাল মেম্বারের সঙ্গে আলীপুরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করিমের পূর্ব বিরোধ ছিল। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় কামাল সমর্থকরা করিমের ভাইকে মারধর এবং শুক্রবার সকালে কাজি বাড়িতে হামলা চালায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। —নরসিংদী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর