শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

শ্বশুরবাড়িতে জামাতার হামলা, আহত ৩

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুর বাড়িতে জামাতা ও তার লোকজন হামলা চালিয়ে শাশুড়িসহ তিনজনকে আহত করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার মেঘনার চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের সৌদী প্রবাসি ইব্রাহিমের মেয়ে সুমিকে (১৫) গত প্রায় এক বছর আগে একই গ্রামের আবেদ আলীর ছেলে লেয়াকতের সঙ্গে বিয়ে দেওয়া হয়। সুমি অপ্রাপ্ত বয়স্ক বিধায় বিয়ের কোনো কাবিন করা হয়নি। বিয়ের পর থেকে সুমি পিত্রালয় এবং শ্বশুরালয় দুই স্থানে থেকেই পূর্বকান্দি আদর্শ দাখিল মাদরাসায় দশম শ্রেণিতে লেখাপড়া করছিল। কিন্তু এরই মধ্যে স্বামী যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিল। এ নিয়ে সুমি গত প্রায় ৮ মাস আগে পিত্রালয়ে চলে আসে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জামাতা লেয়াকত ২০-২৫ জন লোক  নিয়ে সুমিদের বাড়িতে হামলা চালায়।

এতে সুমি ও তার মা নাছিমা এবং ফুপু সুফিয়া আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দে  ভর্তি করা হয়েছে।

শুক্রবার এ ব্যাপারে  আড়াইহাজার থানায় শাশুড়ি নাছিমা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ খবর