শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

সবুজায়ন পরিকল্পনা পুলিশ সুপারের

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের সরকারি কলেজ থেকে ওয়াপদা মোড় পর্যন্ত দুই পাশে লাগানো হয়েছে গাছ। গাছগুলো রক্ষায় ব্যবহার করা হয়েছে নিল রঙের নেট। পিচঢালা পথের পাশে সবুজ গাছ ও নীল নেটের সমন্বয়ে সৃষ্টি হয়েছে অপূর্ব সমারোহ। শুধু ওই সড়কেই নয় বিভিন্ন থানা, পুলিশ ক্যাম্প, জেলার বিভিন্ন সড়ক, মুজিবনগর উপজেলার মোনাখালী ব্রিজের নিচে ভৈরব নদের তীরে, সদর থানা সংলগ্ম ব্রিজের নিচে নানা প্রজাতির গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান। এছাড়া সেগুলো পরিচর্যা করে চলেছেন তার নেতৃত্বে অন্য পুলিশ সদস্যরা। চলতি বছর জেলাজুড়ে বিভিন্ন প্রজাতির পাঁচ হাজার গাছ লাগিয়ে সবুজায়ন মেহেরপুর গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। একই সঙ্গে ভৈরব নদে খাঁচা পদ্ধতিতে মাছ চাষ করে নজির সৃষ্টি করেছেন।

সর্বশেষ খবর