শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

তিন শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত

জমসেদ আলী কলেজ

শেরপুর প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার লছমনপুরের কুসুমহাটি জমসেদ আলী মেমোরিয়াল (অনার্স) কলেজের সাবেক সভাপতি ও কলেজের অধ্যক্ষের দ্বন্দ্বের কারণে তিন শতাধিক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি। ফলে অনিশ্চিত হয়ে হড়েছে শিক্ষার্থীর শিক্ষা জীবন। অন লাইনে প্রথম আবেদন করা ২৮৫ জন ছাত্রের ভর্তির সময় চলে গেছে এ মাসের ৫ তারিখ। দ্বিতীয় মেয়াদে আবেদন করা ৫০ জন ছাত্রের ভর্তির শেষ তারিখ ছিল এ মাসের ৯ তারিখ। তৃতীয় পর্যায়ে আরও কিছু শিক্ষার্থী আবেদন করেছে তার ভর্তির শেষ তারিখ ১৯ জুলাই। আইন অনুযায়ী ১ম ও ২য় মেয়াদে আবেদন করা শিক্ষার্থীদের ভর্তি হওয়ার আর সুযোগ নেই। আর ৩য় মেয়াদে যারা আবেদন করেছেন তাদের ভর্তির সময় আছে আগামীকাল পর্যন্ত। ভর্তি ইচ্ছুকরা কলেজে ভর্তির টাকাসহ সব কার্যক্রম শেষ করলেও এখন পর্যন্ত তারা বোর্ডের একাদশ শ্রেণির শিক্ষার্থী হতে পারেনি। আজ পর্যন্ত অন লাইনে ওই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সংখ্যা শূন্য দেখাচ্ছে অর্থাৎ কলেজে একাদশ শ্রেণিতে কেউ ভর্তি হতে পারেনি। এখনো ভর্তি হতে না পেরে অভিভাবক ও শিক্ষার্থীরা  ব্যাপক দুশ্চিন্তায় আছেন বলে অনেকেই জানিয়েছেন। ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কালাম জানিয়েছেন বিষয়টি তিনি জেনে উভয় পক্ষকেই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ভর্তির বিষয়টি মীমাংসা করতে অনুরোধ করছেন কিন্তু কেউ শুনেনি।  স্থানীয় সমস্যা তো আর আমরা মীমাংসা করতে পারি না— দুই পক্ষের দ্বন্দ্বে অনেক গুলো শিক্ষার্থীর শিক্ষা জীবন প্রশ্নের মুখে পড়েছে। তবে তিনি বিষয়টি কলেজের সভাপতি জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করেছেন। শেষে আর কিছু না হলে জেলা প্রশাসকের সহযোগিতা নিয়ে বিশেষ ব্যবস্থায় ওই শিক্ষার্থীদের  ভর্তি করানো হবে বলে বোর্ড চেয়োরম্যান আশ্বস্ত করেছেন।

সর্বশেষ খবর