শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

এক পলক

বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বাগেরহাটের সদর উপজেলায় খানপুর গ্রামে বুধবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু শেখ (১৬) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা রাজু বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে। —বাগেরহাট প্রতিনিধি                    

মিথ্যাচারের প্রতিবাদে সমাবেশ

বিএনপি-জামায়াতের বিভিন্ন মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে। ফাহিম ফয়সাল রাব্বির সভাপতিত্বে উপস্থিত ছিলেন মীর মেহেদী হাসান রুবেল, মুক্তা, এনামুল কবির জুয়েল, নাহিদ খান, রানা খান প্রমুখ ।  বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য ও অর্জন তুলে ধরে উন্নয়নের  অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নৌকা প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

—মাগুরা প্রতিনিধি

হামিম হত্যার বিচার দাবি

টাঙ্গাইল সৃষ্টি একাডেমিক স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম হামিম (১৬) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার প্রতিবাদে, আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের নিরালা মোড় ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে সৃষ্টি একাডেমিক স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থীরা।—টাঙ্গাইল প্রতিনিধি

অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের মইজপুর গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা এ আদালত পরিচালনা করেন।

—বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর