শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দোকানে দোকানে ভেজাল ওষুধ

ব্যবহার করা হয় নামিদামি কোম্পানির মোড়ক উদ্দেশ্য অধিক মুনাফা অর্জন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে বিভিন্ন দোকানে দেদার বিক্রি হচ্ছে ভেজাল, নিম্নমানের ওষুধ। এক শ্রেণির অসাধু ডাক্তার-ব্যবসায়ী অতি মুনাফার লোভে এ সব ওষুধ বাজারে সরবরাহ করছেন। চাকচিক্য মোড়ক ব্যবহার করে স্বনামধন্য কোম্পানির নামে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নিম্নমানের ওষুধ। অভিযোগ আছে, ওই সব ওষুধ ব্যবহারে মানুষ সুস্থ হওয়ার পরিবর্তে আরও জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। কয়েকজন ওষুধ ব্যবসায়ী জানান, ড্রাগসুপারের তোষণনীতি এবং স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে মানহীন ওষুধ কিছু অসাধু কোম্পানি বিপণন করেছে। তারা বলেন— মেট্টানিডাজল-৫০০ মি.লি প্রতিটি ট্যাবলেটের মূল্য এক টাকা ৩০ পয়সা। অথচ এই নামের নকল ওষুধ ২০-২৫ পয়সায় কিনে এক টাকা ৩০ পয়সায় বিক্রয় করছে অনেকে। কিটোরোলাক ব্যথানাশক প্রতিটি ১০ মি.লি ট্যাবলেটের সর্বোচ্চ মূল্য ২০ টাকা। কিন্তু একই রকম প্যাকেট নিম্নমানের এ ট্যাবলেট এক টাকা দরে কিনে ২০ টাকায় বিক্রি করা হচ্ছে। একইভাবে দামি কোম্পানির নকল মোড়কে বিক্রি হচ্ছে ভিটামিন ভিট, বলারিস্ট, নিরাময়, ওসাকা, বডি ফিল্টার। এজিথ্রোমাইসিন নামক এন্টিবায়োটিক প্রতিটির বাজারমূল্য ৩৫-৫৫ টাকা কিন্তু নকলটি দুই টাকা করে কিনে ৩৫ টাকায় বিক্রয় করছে অনেকে। এমনকি শহরতলির পান, বিড়ি, মুদি দোকানেও এ নিম্নমানের এজিথ্রোমাইসিন পাওয়া যায়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের এক চিকিৎসক জানান, অখ্যাত কোম্পানিগুলোর প্রতিনিধিরা ওষুধ বিক্রেতা-ডাক্তারদের বিভিন্ন উপঢৌকন, নগদ টাকাসহ নানা সুবিধা দিয়ে থাকে। আর এ সব কোম্পানির ওষুধ বিক্রি করে বিক্রেতারাও অধিক মুনাফা অর্জন করছে। মেহেরপুর হোটেলবাজারের ওষুধ ব্যবসায়ী সেন্টু জানান, ভেজাল ওষুধ বিক্রির প্রতিকার হওয়া দরকার। জেলা ওষুধ বিক্রেতা সমিতির সভাপতি আনারুল ইসলাম বলেন, ড্রাগসুপার নিম্নমানের ও ভেজাল ওষুধ বিক্রেতাদের তালিকা চেয়েছেন। তালিকা তৈরি হচ্ছে, আচিরেই ভেজাল ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে সমিতি ব্যবস্থা নেবে। মেহেরপুর ড্রাগসুপার সুর্কন আহম্মেদ বলেন, ‘চুয়াডাঙ্গা নিয়ে ঝামেলায় থাকায় মেহেরপুরে নজর দেওয়া সম্ভব হয়নি।’ সিভিল সার্জন ডা. জিকেএম শামশুজ্জামান বলেন, ‘ভেজাল ও নিম্নমানের ওষুধ মানুষের বিভিন্ন ক্ষতি করে থাকে। এমনকি জীবন সংশয় হতে পারে।’ তিনি জানান, বিষয়টি সিভিল সার্জনের মাধ্যমে ড্রাগসুপার নিয়ন্ত্রণ করে থাকে। ড্রাগসুপারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর