শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

এক পলক

গাছের চারা বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’  শীর্ষক আলোকচিত্র প্রদর্শন ও ৪০ হাজার গাছের চারা বিতরণের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাড. সাহারা খাতুন। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমেলী। —মুন্সীগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধুর শাহাদাত্বার্ষিকী উপলক্ষে আলোচনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়েছে। দাউদপুর ইউনিয়ন পরিষদমাঠে গতকাল এ সভা হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আফাজদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসাবে ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, মেজর মশিহুর রহমান বাবুল (অব.), নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান প্রমুখ।

—রূপগঞ্জ প্রতিনিধি

১৩ জেলেকে উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে অপহূত ১৩ জেলেকে উদ্ধার করেছে র‌্যাব। বুধবার গভীর রাতে চাঁদপাই রেঞ্জের পশুর এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। গত ৪ আগস্ট দুবলার চরের বঙ্গোপসাগর এলাকায় থেকে অর্ধশতাধিক জেলে অপহরণ করে বনদস্যু ‘ছত্তার ভাই’ বাহিনী। —বাগেরহাট প্রতিনিধি

ধর্ষণ মামলায় যাবজ্জীবন

খুলনার খালিশপুর হাউজিং এলাকায় শিশু ধর্ষণ মামলায় জালাল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনার ১৯ বছর পর গতকাল খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন।

—নিজস্ব প্রতিবেদক, খুলনা

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চট্টগ্রাম মহানগরের একে খান রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে এক পুলিশ সদস্য তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

—নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইয়াবা বড়িসহ আটক ৪

রূপগঞ্জের পর্শী এলাকার লেংটার মাজার এলাকা থেকে মনির মিয়া, মাসুম মিয়া, আরিফ হোসেন ও আব্দুল খালেক নামে চারজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার রেজাউল করিম জানান, তাদের দেহ তল্লাশি করে দুই লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর