শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

লাইসেন্সবিহীন ট্রাকের চাপায় তিনজন নিহত

বিভিন্ন স্থানে আরও ৬

প্রতিদিন ডেস্ক

লালমনিরহাটে লাইসেন্সবিহীন ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন তিনজন। এ ঘটনায় চালক ও মালিককে আটক করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন স্থানে সড়কে নিহত হয়েছেন আরও পাঁচজন। প্রতিনিধিদের খবর— লালমনিরহাটে ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ট্রাকের চালক ও মালিককে আটক করেছে। ওই ট্রাকচালকের লাইসেন্স ছিল না। পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন লালমনিরহাট সাব রেজিস্ট্রার অফিসের সহকারী পাটগ্রামের রসুলগঞ্জের মাস্টারপাড়ার আবদুর রশিদের ছেলে আবদুল মোতালেব (৪৫), একই অফিসের মোহরার পাটগ্রামের কুচলিবাড়ির লিয়াকত আলী প্রধানের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ও আদিতমারীর সারপুকুরের সরলখাঁ গ্রামের মোক্তার আলীর ছেলে রিকশাচালক আফজাল হোসেন (৫০)। সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মামলা হয়েছে। এর মধ্যে ট্রাকচালক সোহান আলী ও মালিক হাসমত আলী গ্রেপ্তার হয়েছেন। ট্রাক ও চালকের লাইসেন্স বা বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। গাইবান্ধা : সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে যাত্রীবাহী বাস উল্টে চালকের সহকারীসহ দুজন নিহত ও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটের আরভি কোল্ড স্টোর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পঞ্চগড় জেলা সদরের কদরকান্দি এলাকার জাবেদ আলীর ছেলে বাস চালকের সহকারী সাইফুল ইসলাম (৩৫) ও ঢাকার মিরপুর-১১ এর রহমত ক্যাম্পের সরফরাজ মিয়ার মেয়ে চাঁদনী আকতার (১০)।  ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া উপজেলায় মেয়েকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় আবেদা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত আবেদা ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কান্দিপাড়া মহল্লার বাসিন্দা। সাভার : সাভারে দুই ট্রাকের সংঘর্ষে আশরাফ গাজী নামে (৩০) এক চালক নিহত হয়েছেন। আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটো চাপায় রুমি আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। খাগড়াছড়ি : খাগড়াছড়ির আলুটিলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একজন পথচারী নিহত ও ২০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কিরণ বর্ণিতা বাসটি  আলুটিলার আনসার ক্যাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নিহত পথচারীর নাম হাফিজ উল্লাহ।

সর্বশেষ খবর