শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আসামি ধরতে গিয়ে বাড়ি ভাঙচুর, আটক ১২

ফরিদপুর প্রতিনিধি

ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে আসামি ধরতে গিয়ে পুলিশের বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী গতকাল সকালে বিক্ষোভ মিছিল করেছে। যদিও পুলিশের পক্ষ থেকে আসামি ধরার কথা স্বীকার করলেও বাড়ি ভাঙচুরের বিষয়টি মিথ্যা বলে জানিয়েছে। এদিকে, পুলিশের ওপর হামলার মামলায় ১২ জনকে আটক করা হয়েছে। মামলার এজাহার, স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দিবাগত রাতে কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে ভাঙ্গা থানা পুলিশের এসআই সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শাহীন ফরাজী, শাহজাহান ফরাজী ও শহিদ হাওলাদারকে আটক করে। এ সময় স্থানীয়রা পুলিশের কাছ থেকে তিন ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় গ্রামবাসীর হামলায় এসআই সফিকুল ইসলাম, আজগর আলী, এএসআই রেজওয়ান মামুন, কনস্টেবল সাজ্জাদ হোসেন ও মেহেদী হাসান আহত হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ওপর হামলার ঘটনায় আহত এসআই সফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলার আসামিদের ধরতে বৃহস্পতিবার দিবাগত রাতে মিয়াপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় আটক করা হয় আবু সায়েম, গোলাম মাওলা, দুলাল খাঁ, ইসমাইল হোসেন, এমদাদুল খাঁ, হায়দার ফরাজী, আলামিন মাতুব্বর, হালিম ফরাজী, শহিদুল ইসলাম, চুন্নু মাতুব্বর, মাহবুব ফরাজী ও অজ্ঞাত ১ ব্যক্তিকে। এদিকে, আসামি ধরার নামে পুলিশ মিয়াপাড়া গ্রামের বেশকিছু বাড়িতে তাণ্ডব চালায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিভিন্ন বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ রুবেল, মাওলা, রিপন, সিদ্দিক, আবু সায়েমসহ বেশকিছু ঘরে ঢুকে নির্বিচারে ভাঙচুর চালায়। বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল সকালে মিয়াপাড়া বাজারে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। কালামৃধা ইউনিয়নের চেয়ারম্যান লিটু মাতুব্বর জানান, মিয়াপাড়া গ্রামে পুলিশ আসামি ধরতে গেলে পুলিশের উপর হামলা হয়। এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এ ঘটনাটি দুঃখজনক। পরবর্তীতে যে মামলা হয় সেখানে অনেক নিরীহ ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি বলেন, ভাঙচুরের ঘটনাটি মিথ্যা হতে পারে। তিনি আরও বলেন, মিয়াপাড়া গ্রামটি মাদক আর ওয়েলকাম পার্টির স্বর্গরাজ্য। এদের উৎপাতে আমি বিপদে আছি। প্রশাসনের উচিত এ গ্রামে বিশেষ অভিযান চালানো। এদিকে, আসামি গ্রেফতারের নামে বাড়ি ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

সর্বশেষ খবর