শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শেখ হাসিনা জাতিকে লজ্জা থেকে বাঁচিয়েছেন

—মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ এবং জাতিকে লজ্জা থেকে বাঁচিয়েছেন। এক সময় দাতা সংস্থা এ দেশে সাহায্য দিত। আর এখন বাংলাদেশ দাতা সহযোগী। গতকাল শুক্রবার মাদারগঞ্জ পৌর এলাকার উত্তর চরবওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভাসহ বালিজুড়ী ইউনিয়নের ৩৬৬টি নতুন পল্লী বিদ্যুতের সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, শেখ হাসিনার সরকার দুইবারে টানা সাড়ে ৯ বছর ক্ষমতায়। এই সময়ে তিনি দেশের চিত্র সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। শেখ হাসিনার মধ্যে রয়েছে সাহস ও আত্মবিশ্বাস। তাই তিনি উন্নয়নশীল দেশের সঙ্গে পাল্লা দিয়ে তাদের সারিতে নিয়ে যেতে দিন-রাত নতুন নতুন পরিকল্পনা করে এগোচ্ছেন। বালিজুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ আল আমিন চাঁন, পৌরমেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার পানা উল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বদিউজ্জামান প্রমুখ।

সর্বশেষ খবর