শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

এক পলক

‘নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী’

নোয়াখালী জেলা ব্র্যান্ড বুক ‘নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী’-এর মোড়ক উম্মাচন অনুষ্ঠান গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার। বইয়ের সম্পাদক আব্দুর রউফ মন্ডল জানান, বইটিতে জেলার ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান, সম্ভাবনাসহ নানা দিক ও সংশ্লিষ্ট ছবি তুলে ধরা হয়েছে।

—নোয়াখালী প্রতিনিধি

প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত চেক বিতরণ করলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার। গতকাল জেলার রায়পুরার মরজাল ইউনিয়নে এই চেক হস্তান্তর করার পাশাপাশি তিনি এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে এলাকাবাসীকে অনুরোধ জানান। —নরসিংদী প্রতিনিধি

রাস্তা বন্ধ করে বসতবাড়ি

গাজীপুরের শ্রীপুরে রাস্তা দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের পক্ষে মাওনা বাজারের ব্যবসায়ী শংকর দাস দখলের প্রতিকার চেয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা জানান, রাস্তা দখল করে বসতবাড়ি নির্মাণের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

—শ্রীপুর প্রতিনিধি

৮ রুটে বাস চলাচল শুরু

কুয়াকাটাসহ ৪ রুটে ঝালকাঠির বাস চলাচল করতে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়ায় ঝালকাঠি থেকে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ৮ রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। গতকাল সকাল থেকে এসব রুটে বাস চলাচল করে। দীর্ঘ দিন ধরে কুয়াকাটাসহ ৪ রুটে ঝালকাঠির বাস চলাচল নিয়ে বরিশাল বাস মালিক সমিতির সঙ্গে ঝালকাঠি বাস ও মিনি বাস মালিক সমিতির  দ্বন্দ্ব চলে আসছিল।

—ঝালকাঠি প্রতিনিধি

ছাদ থেকে পড়ে প্রাণ গেল নার্সের

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ছাদ থেকে পড়ে আকলিমা আক্তার (৩৫) নামে এক নার্সের মৃত্যু হয়েছে। গতকাল হাসপাতালের অভ্যন্তরে আবাসিক এলাকায় ডরমেটরি ভবনের ৫ম তলার ছাদ থেকে পড়ে ওই নার্সের মৃত্যু হয়। আকলিমা আক্তার হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। ডা. স্বপন কুমার অধিকারী আরও জানান, আকলিমা আক্তার গতকাল সকালে ওই ভবনের ৫ম তলায় উঠে সবজি বাগান পরিচর্যা করছিলেন। এ সময় তিনি এক ভবনের ছাদ থেকে অন্য ভবনের ছাদে যাওয়ার জন্য পুরনো টিনের ওপর পা দেন। এতে ওই টিন ভেঙে তিনি নিচে পড়ে যান। —কুমিল্লা প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের গড়িয়ালা গ্রামে শিয়াল মারা ফাঁদে বিদ্যুত্স্পৃষ্টে হয়ে ৩ বছরের শিশু বাঁধনের মৃত্যু হয়েছে। শিশু বাঁধন ওই গ্রামের হাসানুজ্জামানের ছেলে।

—ঝিনাইদহ প্রতিনিধি

অ্যাম্বুলেন্স চালকের মুক্তি দাবি

বড়াইগ্রামের বনপাড়া পৌর এলাকার তিন কিলোমিটার অদূরে দাইড়পাড়া এলাকায় শিশু অপহরণকারী হিসেবে আটক হওয়া অ্যাম্বুলেন্স চালকের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন পাবনা জেলা মাইক্রোবাস চালক সমিতি ও পরিবারের লোকজন। গতকাল বনপাড়ার কেন্দ্রীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। —নাটোর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর