শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
ফতুল্লায় টেঁটাবিদ্ধ একজনের মৃত্যু

প্রতিপক্ষের বাড়িতে আগুন ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সদর উপজেলার ফতুল্লার চরাঞ্চল বক্তাবলীর আকবরনগরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় টেঁটাবিদ্ধ জয়নাল আবেদীন (৬০) মারা গেছে। শুক্রবার ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর খবরে এলাকায় প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। নিহত জয়নাল আবেদীন উত্তর আকবরনগর এলাকার আবদুল জলিলের ছেলে। থানা সূত্রে জানা গেছে, ফতুল্লার বক্তাবলীর আকবরনগর এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ছামেদ আলী হাজী ও রহিম হাজী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে বেশ কয়েক দফায় দফায় টেঁটাবল্লম নিয়ে নারী, পুরুষ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ২৬ দিন আগে ফতুল্লা মডেল থানার ওসি ছামেদ আলী হাজী ও রহিম হাজীকে ডেকে সমঝোতা করে দিলেও বৃহস্পতিবার বিকালে ফের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নবী হোসেন, তার ছোট ভাই কবির হোসেন, রাজু মিয়া, ইস্রাফিল হোসেন, জয়নাল আবেদীন, আসলাম মিয়াসহ ৮ থেকে ১০ জন টেঁটাবিদ্ধ হন। দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে শুক্রবার ভোরে নিহত জয়নাল রহিম হাজী গ্রুপের সদস্য।

জয়নাল আবেদীনের মৃত্যুর সংবাদে শুক্রবার দুপুরে রহিম হাজীর লোকজন সামেদ আলী হাজীসহ তাদের লোকদের বাড়িঘর ভাঙচুরসহ ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এ সময় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে। ফতুলস্না মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, এলাকার পরিস্থিতি শান্ত। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর