শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত শিক্ষার্থীদের

মাদারীপুর প্রতিনিধি

স্বেচ্ছা শ্রমে মাদারীপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির ছাত্ররা রাস্তা মেরামত করে দৃষ্টান্ত স্থাপন করেছে। কালকিনি পৌর এলাকার ১নং ওয়ার্ডের রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিন। রাস্তাটি ব্যবহার করে রাজদী,পাঙ্গাশিয়াসহ আর কয়েকটি গ্রামের মানুষসহ দুটি স্কুলের ছাত্র-ছাত্রীরা। কালকিনি হাসপাতালে যেতেও হয় এ রাস্তা দিয়ে। দীর্ঘদিন ধরে রাস্তা যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। এতে করে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। তাই কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বিএম হেমায়েত উদ্দিনের আর্থায়নে ও তত্ত্বাবধানে স্কুলের ছাত্ররা মেরামত করছে রাস্তাটি। ছাত্ররা কেউ ইট ভাঙছে, কেউ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গর্ত ভরাট করছে বালু দিয়ে। দুদিনের কঠোর পরিশ্রমের পর মানুষের যাতায়াতের উপযোগী হচ্ছে রাস্তাটি। শিক্ষক বিএম হেমায়েত উদ্দিন বলেন রাস্তাটি মেরামতের দরকার। ছাত্রদের সঙ্গে আলাপ করায় তারা খুশি হয়ে নেমে পড়ে মেরামত করতে। এখন রাস্তাটি মোটামুটি চলাচল উপযোগী।

সর্বশেষ খবর