শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে অটোর ওপর উঠে গেল বাস

সড়কে ঝরল পাঁচ প্রাণ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অটোরিকশার ওপর বাস উঠে গেলে দুই জন নিহত ও তিনজন আহত হন সুনামগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরে সড়কে প্রাণ হারিয়েছেন তিনজন আহত হয়েছেন ৪ জন এছাড়া কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জে সড়কে আহত হয়েছেন ১৮ জন , নগরীর বাকলিয়ায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মহিলাসহ দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিনজন নিহতরা হলেন কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকার নাসির উদ্দিনের স্ত্রী জাহেদা বেগম ও অটোরিকশা চালক মোহাম্মদ জামাল (৩০) গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী তারা অটোরিকশা নিয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছিলেন বাসটি ওল্টো দিক থেকে আসার সময় দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে সুনামগঞ্জ  দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর এলাকায় বাস চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বৃস্পতিবার বিকালে দিরাই-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত রাহেল আহমদ দিরাই বিদ্যুৎ অফিসের লাইনম্যান ছিলেন মাদারীপুর  ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় মাদারীপুরের কালকিনিতে রাহাত কাজী নামে এক যুবকের মৃত্যু হয়েছে কালিয়াকৈর  গাজীপুরের কালিয়াকৈরের লতিফপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোস্তাক সরকার নামে একজন নিহত এবং চারজন আহত হন আহতরা হলেন, আনোয়ার হোসেন (৩৬), তার স্ত্রী (২৩) এবং ছেলে আতিক হোসেন (৪) নিহত মোস্তাকের স্ত্রী আছিয়া বেগম (৩৫) কিশোরগঞ্জ  কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত বাজারের কাছে সিএনজি অটোরিকশার সঙ্গে টমটমের সংঘর্ষ হয় এতে অটোরিকশার তিনজন যাত্রী ও চালকসহ চারজন আহত হন অপরদিকে করিমগঞ্জ উপজেলার আনন্দ বাজারের কাছে সিএনজি অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হলে অটোরিকশার তিন যাত্রী ও চালকসহ চারজন আহত হন মুন্সীগঞ্জ  ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরের কেয়টখীরা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ যাত্রী আহত হয়েছেন বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে

সর্বশেষ খবর