মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

তিন দিনে পাঁচ মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

নাশকতার অভিযোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে তিন দিনে পাঁচটি মামলা করেছে পুলিশ। এ সব মামলায় ১৭৯ জনের নাম উল্লেখসহ প্রায় ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ অবস্থায় জেলা পুলিশ সুপারের অপসারণ দাবি জানিয়েছে বিএনপি। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলন ডেকে এ দাবি জানান ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। মির্জা ফয়সাল বলেন, আমরা দলের পক্ষ থেকে কার্যালয়ে কর্মসূচি পালন করলেও পুলিশ তাতে বাধা দিচ্ছে। কোনো কারণ ছাড়াই গত তিন দিনে নাশকতার অভিযোগে চর উপজেলার ১৭৯ জনের নাম উল্লেখসহ প্রায় ৬০০ নেতা-কর্মীর বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে। গ্রেফতার করেছে অনেককে। আমরা এর প্রতিবাদ জানাই।’ তিনি বলেন, পুলিশ সুপার তার ব্যক্তিগত ফেসবুকে পেজে আওয়ামী লীগের হয়ে ভোট চাইছেন। অবিলম্বে আমরা পুলিশ সুপার ফারহাত আহম্মেদের অপসারণ দাবি করছি। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নওগাঁয় আসামি চার শতাধিক : নওগাঁ প্রতিনিধি জানান, সরকারি কাজে বাধাদানের অভিযোগে নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির চার শতাধিক নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। আত্রাই থানার এসআই সুতসোম সরকার গত শনিবার এ মামলা করেন। আত্রাই থানার ওসি গতকাল মামলার বিষয়ে সাংবাদিকদের জানান। তবে এ মামলায় গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর