মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

শিলাঙ্গন হাসপাতাল বন্ধ

চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় ময়মনসিংহ শহরের প্রগ্রেসিভ স্কুলের ৪র্থ শ্রেণির মেধাবী ছাত্রী রাফিয়া মাহমুদা মৃত্যুর ঘটনায় শিলাঙ্গল বেসরকারি হাসপাতাল বন্ধের ঘোষণা দিয়েছেন সিভিল সার্জন। জেলা সিভিল সার্জন আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

—ময়মনসিংহ প্রতিনিধি

মাদকবিরোধী শপথ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সহস্রাধিক কলেজ শিক্ষার্থীকে মাদকবিরোধী শপথ করালেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। গতকাল সকালে উপজেলার সোনারগাঁ ডিগ্রি কলেজ সরকারিকরণ উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এ শপথ করানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু।

—সোনারগাঁ প্রতিনিধি

এএসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়িত্বে অবহেলার কারণে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শককে প্রত্যাহার করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। সোমবার দুপুরে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার। প্রত্যাহার হওয়া এএসআই হলেন শরিফুল ইসলাম। ওসি জানান, দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর