বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
মুক্তিযোদ্ধাকে মারধর

মামলা নিতে ঘুষ!

সুনামগঞ্জ প্রতিনিধি

দোয়ারাবাজার উপজেলার ফতেপুর গ্রামে মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী। সরকার থেকে কিছু জমি বন্দোবস্ত পেয়েছেন তিনি। অভিযোগ আছে সম্প্রতি ওই জমি দখল করে নেয় স্থানীয় একটি মহল। জমির দখল নিয়েই ক্ষান্ত হয়নি, তার দুই ছেলেকে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে আহতও করে। স্থানীয়ভাবে এর বিচার না পেয়ে ইদ্রিস আলী দোয়ারাবাজার থানা পুলিশের স্মরণাপন্ন হন। মুক্তিযোদ্ধা পরিবারের অভিযোগ, থানার ডিউটি অফিসার এএসআই সুমন অধিকারী তার কাছে দুই হাজার টাকা ঘুষ চান। বলেন, টাকা ছাড়া মামলা রেকর্ড করা হবে না। ইদ্রিস আলী জানান, গত বৃহস্পতিবার সংঘটিত ওই হামলার ঘটনায় ফতেহপুর গ্রামের জাকির হোসেনসহ আটজনের বিরুদ্ধে শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগ দায়েরের চার দিন পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। ইদ্রিস আলীর অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, ‘আমার রেকর্ডীয় জায়গার মালিকানা দাবি করছেন মুক্তিযোদ্ধা ইদ্রিস। আমি তার বন্দোবস্ত পাওয়া জমি দখল করিনি।’ এএসআই সুমন অধিকারী বলেন, ‘আমি ইদ্রিস আলীর কাছে কোনো টাকা দাবি করিনি।’ ওসি সুশীল রঞ্জন জনান, ইদ্রিস আলীর করা অভিযোগের তদন্ত চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর