বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাসে ধর্ষণের ঘটনায় সুপারভাইজার রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি

বাসে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় গ্রেফতার বাসের সুপারভাইজার এরশাদকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুজ্জামানের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। রিমান্ডের পক্ষে শুনানি করেন কোর্ট পরিদর্শক আনোয়ারুল ইসলাম। তাকে সহায়তা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ। সোমবার দুপুরে গ্রেফতার এরশাদকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়। পরে আদালত গতকাল রিমান্ডের শুনানির দিন ধার্য রাখে। বাসের হেলপার আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, বাসচালক আলম খন্দকার প্রতিবন্ধী নারীকে বাসের ভিতরে ধর্ষণ করে এবং সে সময় সুপারভাইজার এরশাদ এই ধর্ষণ কাজে জড়িত থাকার কথা বলে। উল্লেখ্য, ৩০ আগস্ট রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে টহলরত পুলিশ দল একটি বাসের ভিতর ওই নারীকে উদ্ধার করে।

সর্বশেষ খবর