বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা ও জীবননগরে গতকাল পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার হাসান আলীর ছেলে তাহমিন আলী (৮) ও জীবননগর কোর্টপাড়ার আবু তাহের রনির ছেলে রায়হান আলী (৪)।

—চুয়াডাঙ্গা প্রতিনিধি

গাজীপুরে বাস চাপায় নারী শ্রমিক নিহত

গাজীপুরে বাস চাপায় এক নারী শ্রমিক নিহতের প্রতিবাদে শ্রমিকরা ওই বাসে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। নিহতের নাম শিউলি (২৮)। তিনি সালনা এলাকার বিকম পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। —গাজীপুর প্রতিনিধি

গ্রেফতারের ভয়ে গ্রাম পুরুষশূন্য

কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্য আহত ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। এদিকে মামলার পর গ্রেফতার আতঙ্কে দক্ষিণ ফুকরা গ্রাম এখন পুরুষশূন্য। গ্রামজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান, সোমবার দক্ষিণ ফুকরা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে কাশিয়ানী থানার ওসিসহ সাত পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৮৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। —গোপালগঞ্জ প্রতিনিধি

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

বগুড়ার ধুনটে সজীব ইসলাম নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। সজীবকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। তিনি ধুনট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদরপাড়া গ্রামের শাহ আলীর ছেলে।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বীরগঞ্জে বিএনপির পাঁচ কর্মী আটক

দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন পাল্টাপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতি সভা থেকে পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশি হামলায় ৭ কর্মী আহত এবং পাঁচজনকে আটক করেছে বলে দাবি করেছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু। আটকরা হলেন, ইসমাইল হোসেন, মনোয়ার হোসেন, ইদ্রিস আলী, খয়রাত আলী, দুরুল। গতকাল সন্ধ্যার আগে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা উচ্চ বিদ্যালয় মাঠে সভা চলাকালীন সময়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মন্জু নিন্দা জানিয়েছেন। —দিনাজপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর