বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্কুলছাত্র সিয়াম হত্যায় তিনজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরের স্কুলছাত্র আরাফাত রহমান সিয়াম আহমেদ (১০) হত্যার চাঞ্চল্যকর মামলার রায়ে ছয় আসামির মধ্যে তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অপর তিনজনকে খালাস প্রদান করেছে। রায়ে হত্যার অভিযোগে যাবজ্জীবন ও হত্যার আগে অপহরণ গুমের অভিযোগে তিনজনের প্রত্যেককে ৭ বছর করে কারাদণ্ড অনাদায়ে আরো ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। গতকাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিছুর রহমান আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো মেহেদী মন্ডল, ভ্যানচালক আসলাম ও শ্রমিক হালিম। খালাসপ্রাপ্তরা হলো ফারুক মন্ডল, স্ত্রী মেরিনা মন্ডল, বিপ্লব। রায় ঘোষণার সময়ে আসলাম ছাড়া বাকি সবাই আদালতে উপস্থিত ছিলেন। এদিকে নিহত সিয়ামের বাবা মোস্তফা মাতবর বলেন, উচ্চ আদালতে আপিল করবো। এভাবে আমার ছেলেকে মারলো অথচ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলো না।’ জানা গেছে, কবুতর কেনার টাকা না দেওয়ায় ২০১৩ সালের ২২ নভেম্বর মাসদাইরে আদর্শ স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র আরাফাত হোসেন সিয়ামকে ডেকে নিয়ে হত্যা করে মেহেদী মন্ডল। হত্যার পর লাশ গুমে সহযোগিতা করে ঘাতক মেহেদী মন্ডলের বাবা ফারুক মন্ডল ও তার মা মেরিনা মণ্ডল। ২৩ নভেম্বর সিয়ামের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর