শিরোনাম
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিশেষ অভিযানে গ্রেফতার ৫৭

প্রতিদিন ডেস্ক

চার জেলায় বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আটক হয়েছেন ৫৭ জন। মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। প্রতিনিধিদের খবর—

মেহেরপুর : গাংনীতে বিএনপি-জামায়াতের ২৩ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গাংনী উপজেলার পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে গোপন বৈঠক করার সময় মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারদের কাছে ১৩টি বোমা ও ৬৫টি পটকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা দিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শেরপুর : জেলার বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ২৮ জনকে। পুলিশ জানিয়েছে বিশেষ অভিযানের বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত, মাদকসেবী ও বিক্রেতাদের আইনের আওতায় আনা হচ্ছে। নাটোর : সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাস্থল থেকে হাতবোমা উদ্ধারের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া বাগেরহাটের মোরেলগঞ্জে নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি কামরুজ্জামান নাছিরকে গতকাল আটক করেছে পুলিশ।

সর্বশেষ খবর