বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

খাস জমি বিক্রি!

শ্রীমঙ্গল প্রতিনিধি

সরকারি নীতিমালা লঙ্ঘন করে ভূমিহীনদের অনুকূলে সরকারের থেকে দেওয়া ১৮ একর খাস কৃষি জমি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়।

সম্প্রতি খাস জমি বিক্রির বিষয়টি স্থানীয় ভূমি অফিসের নজরে এলে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস থেকে সেগুলো জব্দ করেন সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, চাষাবাদের জন্য ১৯৮৮-৮৯ সালে সরকার থেকে নয়টি পরিবারকে উপজেলার ভূনবীর ও শাসন মৌজায় দুই একর করে খাস জমি বন্দোবস্ত দেয়া হয়। ২০১৭ সালে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ওই নয় পরিবার তাদের বন্দোবস্ত পাওয়া জমি ঢাকার এক ব্যক্তির কাছে বিক্রি করেন। অভিযোগ রয়েছে, জমি বিক্রির বায়না দলিল সম্পাদন করেন শ্রীমঙ্গলের তৎকালীন সাব-রেজিস্ট্রার ইলিয়াস হোসেন। আর দলিলের লেখক ছিলেন সালেহ্ আহম্মেদ। এ বিষয়ে ইলিয়াস হোসেন বলেন, ‘এ রকম কিছু হয়েছিল কিনা নথিপত্র না দেখে বলতে পারবো না।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশেকুল হক বলেন, নীতিমালা অনুযায়ী বন্দোবস্তপ্রাপ্ত জমি বিক্রির নিয়ম নেই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর