শিরোনাম
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পালিয়ে বিদেশ যাওয়ার সময় বহিস্কৃত যুবলীগ নেতা গ্রেফতার

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে বহিস্কৃত উপজেলা যুবলীগ নেতা ও ঢাকা জেলা পরিষদ সদস্য সেলিম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে মানিকগঞ্জের সিংগাইর থানায় হস্তান্তর করা হয়। সিংগাইর থানার ওসি জানান, সেলিম  থানা হেফাজতে রয়েছেন। জানা যায়, পারিবারিক কলহের জেরে সেলিম মণ্ডল গত ২ আগস্ট রাতে তার দ্বিতীয় স্ত্রী আয়শা আক্তার বকুলকে (২৬) সিংগাইর এলাকায় নিয়ে পুড়িয়ে হত্যা করে। পর দিন একটি কলাবাগান থেকে তার ঝলসানো লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে সেলিম কিছুদিন পালিয়ে থেকে ২৮ আগস্ট উচ্চ আদালত অস্থায়ী জামিন নেন। জামিন নিয়ে দেশের বাহিরে (ইতালি) যাওয়ার উদ্দেশ্যে সোমবার রাতে বিমানবন্দরে যান তিনি। স্ত্রী হত্যার অভিযোগে  ২০ আগস্ট তাকে যুবলীগের পদ থেকে বহিস্কার করেছিল কেন্দ্রীয় কমিটি।

সর্বশেষ খবর