শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্রহ্মপুত্রে নৌকাডুবি ১১ যাত্রীই উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদরের কামারজানিতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে ১১ যাত্রী সবাই পানিতে পড়ে যান। দুর্ঘটনার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে গাইবান্ধা জেলা প্রশাসনের কয়েক কর্মকর্তাকে নিয়ে যাচ্ছিল অন্য একটি নৌকা। তাদের তৎপরতায় রক্ষা পান নদে পড়ে যাওয়া যাত্রীরা। দ্রুত উদ্ধার করা হলো ১১ যাত্রীর সবাই। কামারজানি ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, সুন্দরগঞ্জের কেরানীর চর থেকে গাইবান্ধার কামারজানি আসার পথে ১১ যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য একটি নৌকায় গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিকুর রহমানের নেতৃত্বে একটি দল চরের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যাচ্ছিলেন। হঠাৎ নৌকাডুবির দৃশ্য দেখে তারা উদ্ধার তৎপরতা শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় কামারজানি ঘাট থেকে আরও পাঁচটি নৌকা।

গাইবান্ধা সদরের ইউএনও শফিকুর রহমান বলেন, উদ্ধারদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সবাই সুস্থ আছেন। নৌকাটি উদ্ধার করা যায়নি।

সর্বশেষ খবর