Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ৬ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৪৪

ঝোপের ভিতর কেঁদে উঠল নবজাতক

কুমিল্লা প্রতিনিধি

ঝোপের ভিতর কেঁদে উঠল নবজাতক

কুমিল্লার লাকসামে সড়কের পাশে ঝোঁপের ভিতর থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার ভাটিয়াভিটা নামক স্থান থেকে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, লাকসাম ভাটিয়াভিটা এলাকার জাকির হোসেন ওই সড়ক দিয়ে বাজারে যাওয়ার পথে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। ঝোঁপের ভিতর শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেয়। লোকজন শিশুটিকে উদ্ধার করে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উদ্ধারকারী জাকির হোসেন বলেন, শিশুটির নাকে স্কচটেপ এবং হাতে পায়ে পিঁপড়া ও পোকামাকড়ের কামড়ের চিহ্ন ছিল। লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. ইসরাত জাহান বলেন, স্থানীয় লোকজন শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসে। পোকামাকড়ের কামড়ে তার শরীর রক্তাক্ত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মন্তব্য