সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঝিনাই নদীতে নৌকাবাইচ

জামালপুর প্রতিনিধি

ঝিনাই নদীতে নৌকাবাইচ

ঝিনাই নদীতে নৌকাবাইচ দেখতে উত্সুক মানুষের ভিড় —বাংলাদেশ প্রতিদিন

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতা ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ বাইচ উৎসবে যোগ দেন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। শনিবার বিকালে মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নে অনুষ্ঠিত এ নৌকা বাইচে ছয়টি বাইচদল অংশ নেয়। জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী ছাড়াও জেলা-উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজনসহ বিপুল সংখ্যক মানুষ বাইচ উপভোগ করেন। প্রতিযোগিতায় প্রথম হয় বঙ্গতরী এবং দ্বিতীয় হয় একতা সংঘ বাইচ দল। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী মির্জা আজম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর