বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শিশুসহ প্রাণ গেল ছয়জনের

প্রতিদিন ডেস্ক

শিশুসহ প্রাণ গেল ছয়জনের

লক্ষ্মীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

লক্ষ্মীপুর : দুটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে মিম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৯ যাত্রী। সদর উপজেলার মজুচৌধুরির হাট এলাকায় গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মিম সদর উপজেলার শাকচর গ্রামের কামাল হোসেন মেয়ে । প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ওই শিশুটি নিহত হয়। আহত হন সোহাগ, রাশেদ, মাসুদ, রাকিব, আসমা, জোবায়ের, আবুল কালাম ও ছিদ্দিকসহ নয়জন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  কুমিল্লা : চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া রাস্তার মাথায় গতকাল সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছেন এর চালক সবুজ। তিনি চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নওড়ী গ্রামের হাফেজ হানিফের ছেলে। অপর দিকে ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার টাইম স্কয়ার হোটেলের সামনে একটি গাড়ি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে (৫০) ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী বাস স্টেশনে গতকাল ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তৌফিক আহমেদ তুষারের (২৪) মৃত্যু হয়েছে। তুষার রূপসী বাঘবাড়ি এলাকার আবদুল হাই ভুঁইয়ার ছেলে। এদিকে আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশাচালক শফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। শফিকুল নরসিংদীর মাধবদী ছোট বুনাইদ গ্রামের শাহ আলমের ছেলে। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। লালমনিরহাট : যাত্রীবাহী বাসের ধাক্কায় আবদুল মজিদ (৪২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের লালমনিরহাট বড়বাড়ি জুড়াবান্ধা এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মজিদ সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিবগঞ্জ গ্রামের বাসিন্দা। এ ছাড়া কক্সবাজারের পেকয়া ও পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর