বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক কর্মশালা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের ইমারজেন্সি কন্ট্রোল রুমের উদ্যোগে গতকাল ঘূর্ণিঝড় বিষয়ক প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টেকনাফের ইউএনও রবিউল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ। বক্তৃতা করেন— প্রণয় চাকমা, আবদুর রহমান, মুক্তাদির, মার্কো বুনো।

স্বাগত বক্তব্যে টেকনাফের সহকারী কমিশনার প্রণয় চাকমা প্রকৃতির ভারসাম্য রক্ষার প্রতি যত্নশীল হয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয় মানুষের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তৃতায় আইএসসিজির ইমারজেন্সি ইউনিটের প্রধান মার্কো বলেন— ‘ইতিমধ্যে টেকনাফে ইমার্জেন্সি কন্ট্রোল রুমের কার্যক্রম শুরু হয়েছে যা উপজেলা নির্বাহী অফিস, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন, বাংলাদেশ আর্মি এবং আইএসসিজির সমন্বয়ে গঠিত।’

সর্বশেষ খবর