শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই খুন

প্রতিদিন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় দুটি রোহিঙ্গা ক্যাম্পে দুজন খুন হয়েছে। কিশোরগঞ্জ, পটুয়াখালীতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে দুজনকে। এছাড়া খুলনা ও ব্রাহ্মণবাড়িয়ায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— কক্সবাজার : উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বুধবার দিবাগত রাতে সাবেকুন্নাহার প্রকাশ নুর ফাতেমা (১৯) নামে এক গহবধূ খুন হয়েছেন। পারিবারিক কলহের জেরে মাদকাসাক্ত স্বামী কায়সার নুর ফাতেমাকে হত্যা করেছে বলে দাবি স্বজনদের। এছাড়া উখিয়ার বালুখালী ক্যাম্পে ইসলাম (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গতকাল লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জ : তাড়াইলে তনু মিয়া (৪০) নামে এক গার্মেন্ট কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি কাজলা মধ্যপাড়ার আবু সাঈদের ছেলে। বাড়ির পাশের একটি জমি থেকে গতকাল তার লাশ উদ্ধার করে পুলিশ। পটুয়াখালী : জমি নিয়ে বিরোধের জেরে দশমিনা উপজেলায় রাকিব (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় রাবিকের শিশুপুত্রসহ দুজন জখম হয়। বুধবার রাত ১০টার দিকে বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে। আহত একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। শিরিন ও নুপুর নামে দুজনকে আটক করেছে পুলিশ। খুলনা : রূপসায় নদী থেকে গতকাল দুই যুবকের লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে আলাইপুরে আঠারবেকি নদী থেকে মুছা (১৬) নামের এক যুবকের লাশ উদ্ধার হয়। তিনি আলাইপুর চরপাড়ার মুস্তাকিম শিকদারের ছেলে। অপরদিকে রূপসার শিয়ালী নদীর পাড় থেকে শামীম শেখ (১৬) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার হয়। তার বাড়ি তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামে। ১১ দিন ধরে নিখোঁজ ছিল শামীম।  ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জে রেললাইনের পাশ থেকে মুছা মিয়া (২৮) নামে এক যুবকের লাশ বুধবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। মুছা উপজেলার চরচারতলা গ্রামের আবদুল্লাহ্ মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

সর্বশেষ খবর