শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

কলেজ সভাপতির বিরুদ্ধে মামলা নির্বাচন স্থগিত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে আদালতে দুটি মামলা হয়েছে। এতে করে প্রতিষ্ঠানের গভর্নিং বডির নির্বাচন স্থগিত করেছে প্রশাসন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মামলায় সুমনসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম অপুু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০ সেপ্টেম্বর নির্বাচন করার কথা থাকলেও ত্রুটিপূর্ণ ভোটার তালিকা এবং বিধি লঙ্ঘন করে দাতা সদস্য নিয়োগের অভিযোগে সম্প্রতি আদালতে মামলা হয়েছে। মামলার বাদী আনোয়ারুল হাসান খান সেলিম দাবি করেন, প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি মাহমুদ হাসান সুমন এবং অধ্যক্ষ আবদুল হালিম অনিয়ম-দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটিতে লুটের রাজত্ব কায়েম করেছেন। নিয়োগ বাণিজ্য এবং উন্নয়নের নামে সরকারি বরাদ্দ লুটপাট করে লাখ লাখ টাকা তারা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।  তবে এসব অভিযোগ বানোয়াট দাবি করে অধ্যক্ষ আবদুল হালিম দাবি করেন, সাবেক একজন দাতা সদস্যের মনোনীত প্রার্থীকে পিয়ন পদে চাকরি না দেওয়ায় তিনি ষড়যন্ত্রমূলকভাবে আদালতে মামলা করেছেন। 

সর্বশেষ খবর