Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
ইয়াবা দিয়ে ফাঁসানো নিয়ে উত্তপ্ত পীরগঞ্জ ইয়াবা দিয়ে ফাঁসানো নিয়ে উত্তপ্ত পীরগঞ্জ

ইয়াবা দিয়ে এক ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পীরগঞ্জ থানার দুই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এসআই স্বপন কুমার ও জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়। রংপুরের অতিরিক্ত পুরিশ সুপার আবু মারুফ হোসেন বলেন, এসপির নির্দেশে ঘটনাস্থলে গিয়ে এ দুই এসআইকে সাময়িক বরখাস্তের ঘোষণা দেওয়ার পর লোকজন শান্ত হয়। পরে অভিযুক্ত দুজনকে থানায় নিয়ে আসা হয়। বিষয়টির তদন্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই স্বপন কুমার ও জাহাঙ্গীর আলম একটি মোটরসাইকেলে চতরাহাট মোড়ে যান। সেখানে তারা কাঠালপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে কৃষক রফিকুল ইসলামের (৪৪) দেহ তল্লাশি করতে থাকেন। এ সময় তাকে টানাহেঁচড়ার করেন এবং একপর্যায়ে রফিকুলের শার্টের পকেটে পাঁচটি ইয়াবা ট্যাবলেট দিয়ে গ্রেফতারের চেষ্টা করেন। বিষয়টি দেখার পর এলাকার কয়েকশ…

সর্বশেষ খবর