মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ছোট ভাইয়ের সন্ধান নেই

এবার নিখোঁজ বড় ভাই

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের জালাল মাতুব্বরের ছোট ছেলে কলম মাতুব্বর নিখোঁজ হন তিন বছর আগে। এখনো তার সন্ধান পায়নি তার স্বজনেরা। এবার নিখোঁজ হলেন কলমের বড় ভাই আলম মাতুব্বর (৩৮)। এ ঘটনায় ভাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের লোকজন জানান, গত রবিবার দুপুরে আলম মাতুব্বর বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আলমের মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। স্বজনরা বলেন, আলম মাতুব্বর ঢাকায় পানির ব্যবসা করেন। তিনি সম্প্রতি বাড়িতে এসেছিলেন স্মার্ট কার্ড নেওয়ার জন্য। স্বজনেরা আরও জানান, তিন বছর আগে কলম নিখোঁজ হওয়ার পর ভাঙ্গা থানায় অভিযোগ দেওয়া হয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সুবর্না নামে এক মহিলাকে আটক করেছিল পুলিশ। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। কলমের মোবাইল ফোনের কললিস্ট অনুসন্ধান করে পুলিশ জানতে পারে চৌকিঘাটা গ্রামের হাফিজুল ও তালহা নামে দুজন কলমের সঙ্গে সর্বশেষ কথা বলেছিল। এর সূত্র ধরে পুলিশ তখন হাফিজুল ও তালহার বাড়িতে অভিযান চালালেও তাদের আটক করতে পারেনি। এরপর থেকে হাফিজুল ও তালহা পলাতক। আলমের বৃদ্ধ বাবা জালাল মাতুব্বর বলেন, ‘বিভিন্ন স্থানে ধর্না দিয়েও তিন বছরে ছোট ছেলের সন্ধান পেলাম না। ছেলের লাশটি পেলেও একটু শান্তিতে মরতে পারতাম। ছোট ছেলের হদিস  তো পেলাম না, এবার বড় ছেলেও নিখোঁজ হলো। সরকারের কাছে আমার ছেলেদের ফিরিয়ে দেওয়ার আকুতি জানাই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর