মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

হাওরে টেকসই পরিবর্তনে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা দরকার

আগাম বন্যা প্রতিরোধে ডায়লগ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের হাওরে আগাম বন্যা প্রতিরোধে করণীয় এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ক ডায়ালগ শেসন অনুষ্ঠিত হয়েছে। শহরের কাজির পয়েন্টের একটি কনভেশন হলে গতকাল সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদ্মা’ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, উন্নয়নকর্মী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। উন্নয়ন সংস্থা পপি ও অক্সফাম অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে। সুধীজনদের মতামতের ভিত্তিতে আগাম বন্যা প্রতিরোধে করণীয় এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে একটি প্রস্তাবনা তৈরি করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রতি বছর সুনামগঞ্জসহ দেশের হাওর এলাকায় আগাম বন্যায় লাখ লাখ কৃষকের বছরের একটিমাত্র বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়।

এতে কৃষকরা সর্বস্বান্ত হয়ে পড়েন। হাওরের আর্থসামাজিক অবস্থার টেকসই পরিবর্তন আনতে বন্যা প্রতিরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে নিতে হবে সময়োপযোগী সিদ্ধান্ত। ডায়ালগ শেসনে বক্তৃতা করেন— জেলা প্রাণী সম্পদক বিষয়ক কর্মকর্তা ডা. হাবিবুর রহমান খান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, বিএনডিসির কৃষি বিষয়ক প্রকৌশলী হাসান মাহমুদ প্রমুখ। পপি এলনা প্রজেক্টের কর্মকর্তা কামরুল ইসলাম সঞ্চালনা করেন।

 

সর্বশেষ খবর