মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আক্রান্ত ১১৫ দুজনের মৃত্যু

শ্রীমঙ্গলে ডায়রিয়ার প্রকোপ

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুড়ভুড়িয়া চা-বাগানে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিনই বাগানের শ্রমিকরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্যমতে গতকাল পর্যন্ত ওই বাগানের ১১৫ জন শ্রমিক ডাইরিয়ায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুজন। মৃতরা হলেন— পারশ মৃধা ও বঙ্কি রিকিয়াসন।

বাগান ডিসপেনসারির ডা. সাদাত হাসান মো. আসলাম বলেন, ‘গত ২৮ আগস্ট থেকে চা বাগানে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কি কারনে শ্রমিকরা এ রোগে আক্রান্ত হচ্ছেন তা এখোনো বুঝা যাচ্ছেনা।’ ডায়রিয়ার কারণ অনুন্ধানে গত শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ ইনস্টিটিউট থেকে চারজন বিশেষজ্ঞ ডাক্তার বাগানে এসেছেন। এছাড়া ১ সেপ্টেস্বর থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম ডাইরিয়া প্রতিরোধে এখানে কাজ করছে। ডিজিএম জিএম শিবলী জানান, এর আগে তাদের বাগানে এই রোগ হয়নি। এটা পানিবাহীত রোগ। বাগানের এক ঘড়ের একজনের হলে পরিবারের সবাই আক্রান্ত হচ্ছেন। রোগ প্রতিরোধে এরই মধ্যে বাগানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন টিটো বলেন, ‘এখনো আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। কারণ অনুসন্ধানে ঢাকা থেকে টিম এসেছে। তবে হাসপাতালে স্যালাইন সংকট রয়েছে।’ জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ড. বিনেন্দু ভৌমিক বলেন, ‘স্যালানেই জন্য রিকজিশন পাঠিয়েছি।’

 

সর্বশেষ খবর