মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, লুট

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে এক পক্ষ কাগদী বাজারের ১৫টি দোকানে হামলা লুটপাট চালায়। ্লএলাকাবাসী, পুলিশ ও বাজারের ব্যবসায়ীরা জানান, সোমবার বেলা ১২টার দিকে কাগদী স্কুল কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থী মোহাব্বত মাতুব্বরের সমর্থকেরা বিষ্টুদি গ্রামে ভোট চাইতে যান। এ সময় অপর সভাপতি প্রার্থী আফসার মাতুব্বরের লোকজন তাদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে আফসারের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাগদী বাজারে মোহাব্বতের সমর্থকদের দোকানে হামলা চালায়। তারা ১৫টি দোকান ভাঙচুর ও লুটপাট করে। ব্যবসায়ীরা আতঙ্কে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের হামলা হতে পারে এমন আশঙ্কায় বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে আফসারে এক সমর্থক জানান, বাজারে যারা হামলা লুটপাট করেছে তারা তৃতীয় পক্ষের কেউ হতে পারে। সালথা থানার এসআই আশুতোষ জানান, হামলাকারীরা বাজারে ভাঙচুর-লুটপাটের চেষ্টা করে। পুলিশি বাধায় তারা পিছু হটতে বাধ্য হয়। ওসি জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে এখনো মামলা হয়নি।

 

সর্বশেষ খবর