বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

গাজীপুরে কাব ক্যাম্পুরি উদ্বোধন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাঘিয়া গ্রামের স্বাধীনতা মাঠে ‘কাবিং করি উন্নত জীবন গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ স্কাউটস গাজীপুর শাখার পাঁচ দিনব্যাপী ১৩তম ক্যাম্পুরী গতকাল উদ্বোধন হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি ক্যাম্পের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি বলেন, ‘সোনার বাংলা গড়তে হলে সৎ ও নিষ্ঠাবান মানুষ হতে হবে। —গাজীপুর প্রতিনিধি

শিক্ষকের আত্মহনন

সাতক্ষীরার তালায় এমপিও শিটে নাম না আসায় লোকলজ্জার ভয়ে বিধান চন্দ্র ঘোষ (৪২) নামে এক শিক্ষক বিষপানে আত্মহত্যা করেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। বিধান চন্দ্র ঘোষ তালার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। —সাতক্ষীরা প্রতিনিধি

রাখে আল্লাহ মারে কে?

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে গণসংযোগ ও পথসভা করেছেন। তার সঙ্গে শত শত নারী-পুরুষসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন। এ সময় মনোনয়নপ্রত্যাশী মমতাজ বলেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ রাষ্ট্রনায়ক। তাঁর সরকার বার বার দরকার। অথচ স্বাধীনতাবিরোধী একটি চক্র তাকে একাধিকবার হত্যার অপচেষ্টা করেছে। কিন্তু রাখে আল্লাহ মারে কে? —নারায়ণগঞ্জ প্রতিনিধি

গণসংযোগ

শেখ হাসিনাই পারেন, শেখ হাসিনাই পারবেন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। তাই জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। মেঘনা উপজেলার লুটেরচরে নির্বাচনী গণসংযোগকালে কুমিল্লা-১ আসনে আ. লীগের মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা আ. লীগের সহসভাপতি আব্দুল মান্নান জয় এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন উত্তর জেলা আ. লীগের শিল্পবিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজী, মেঘনা উপজেলা আ. লীগের সহ-সভাপতি আ. গাফফার, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, লুটেরচর ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ সিকদার প্রমুখ।

 —দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর