বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অটোচালককে বিদ্যুতের শক দিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চৌরাবাড়ি এলাকায় বিদ্যুতের শক দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক রিয়াজুল ইসলাম শান্তকে (২২) হত্যার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী রফিকুল ইসলাম এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি নিহতের পরিবারের। পুলিশ মরদেহ নারায়ণগঞ্জ ১০০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শান্তর বাবা জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তার ছেলেকে প্রতিবেশী রফিকুল ইসলাম, রোমান, রাজু, ইসমাইল ও আরিফ বাড়ি থেকে ডেকে নেয়। রাত ২টার দিকে জানতে পারি শান্ত বিদ্যুত্স্পৃষ্ট হয়ে হাসপাতালে মারা গেছে। তার দাবি, শান্তকে পরিকল্পিতভাবে বিদ্যুতের শক দিয়ে হত্যা করা হয়েছে।   

অভিযুক্ত রফিকুলের দাবি, বাড়ির পাশে পুকুর সেচতে অবৈধ বিদ্যুৎ লাইন টানতে শান্তকে ডেকে আনা হয়। ওই লাইন টানতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয় শান্ত। বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের এসআই প্রদ্যুৎ সরকার জানান, এটি পরিকল্পিত হত্যা না স্বাভাবিক মৃত্যু এখনই স্পষ্ট করে বলা সম্ভব না। তবে পুকুরে সচতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ খবর