শিরোনাম
শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

২৪ ঘণ্টায় সড়কে গেল ১৪ প্রাণ

প্রতিদিন ডেস্ক

২৪ ঘণ্টায় সড়কে গেল ১৪ প্রাণ

বরিশালে গাছের সঙ্গে ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া যাত্রীবাহী বাস

সড়ক দুর্ঘটনায় আট জেলায় ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১৪ জনের। বুধবার সন্ধ্যা থেকে গতকাল বিকাল পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মা-মেয়ে, স্কুলশিক্ষক ও এক প্রকৌশলী রয়েছেন। নীলফামারী : ডোমারে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার আন্ধারুর মোড় এলাকার ভাটিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আন্ধারুর মোড় গুচ্ছগ্রাম এলাকার রুবেল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তার মেয়ে রুবিনা আক্তার (৫)।  ফরিদপুর : সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে গতকাল মাহেন্দ্র-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও নয়জন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন— সুজন পাটোয়ারী ও আজিজুল হক মৃধা। দিনাজপুর : চিরিরবন্দর উপজেলার উচিত্পুরে গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় এলজিইডির রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী নিহত ও গাড়ি চালক আহত হয়েছেন। নিহতের নাম আফজাল হোসেন। তিনি এলজিইডির রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী। বিরল উপজেলার বাজনাহার তন্ময় ইটভাটার কাছে দুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত ও সাত যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন— আঞ্জুমান আরা মুন ও আকলিমা খাতুন। ফরিদপুর : কালুখালী উপজেলার পাংশা-মৃগী আঞ্চলিক সড়কের শ্যাম সুন্দরপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। তারা হলেন— প্রাইভেট কারচালক রিপন কাজী ও আরোহী মনির আহমেদ। বরিশাল : গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ যাত্রী। নিহতরা হলেন— বরিশাল নগরীর বৈদ্যপাড়ার সোহেল হাওলাদার ও উজিরপুর উপজেলার লিটন রাড়ি। গোপালগঞ্জ : গোপালগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। নিহতের নাম ফরহাদ শেখ। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ-খাসেরহাট সড়কে বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলের ধাক্কায় তোফু ঘোষ নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল খাদে পড়ে একজন নিহত হয়েছেন। নিহতের নাম আজিমুদ্দিন। তার বাড়ি বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকায়।

সর্বশেষ খবর