মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দেড় কিলোমিটার সড়কে প্রতিনিয়ত ভোগান্তি

নালিতাবাড়ী প্রতিনিধি

দেড় কিলোমিটার সড়কে প্রতিনিয়ত ভোগান্তি

বেহাল সীমান্তবর্তী পানিহাটা পাহাড়ে যাওয়ার দেড় কিলোমিটার সড়ক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্তবর্তী পানিহাটা পাহাড়ে যাওয়ার দেড় কিলোমিটার সড়কের অবস্থা খুবই বেহাল। পাঁচ গ্রামের মানুষসহ পাহাড়ে বেড়াতে আসা দর্শনার্থীরা সড়কটির কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় সরকার প্রকৌশলী নালিতাবাড়ী কার্যালয় ও এলাকাবাসি সূত্রে জানা যায়, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গারো পাহাড়ের ঢালে পানিহাটা গ্রাম। প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ভ্রমণপিপাসুরা এখানে বেড়াতে আসেন। পাহাড় সংলগ্ন ভোগাই নদী ভারত ও বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করেছে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে উপভোগ করা যায় ভারত-বাংলাদেশের নৈসর্গিক দৃশ্য। এছাড়া পানিহাটা, তারানি, কালাকুমা, ফেকামারি, মায়াঘাসি, বিজগিরিপাড়া গ্রামের বসবাসকারী লোকজন এই সড়ক দিয়ে উপজেলা সদরসহ বৈশাখি বাজার, নাকুগাঁও স্থলবন্দর ও হালুয়াঘাট উপজেলায় যাতায়াত করেন। সরকার পানিহাটা যাতায়াতের জন্য সীমান্ত সড়কের চায়না মোড় থেকে পানিহাটা খেলার মাঠ পর্যন্ত এক হাজার ৬০০ মিটার কাঁচা রাস্তা পাকা করার উদ্যোগ নেয়। গত বছর ১৮ এপ্রিল কাজটি শুরু করতে কার্যাদেশ দেওয়া হয় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে। চলতি বছরের ৯ এপ্রিল কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখনো শেষ হয়নি। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক চায়না মোড় থেকে রাস্তাটি খুঁড়ে বালু ফেলে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে বালু পড়ে থাকায় বৃষ্টির পানিতে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। লোকজন হেঁটে কাদার মধ্যে চলাচল করছে। রাস্তায় কোনো যানবাহন না চলায় লোকজন হেঁটে পানিহাটা যাতায়াত করছেন। পানিহাটা গ্রামের মোহাম্মদ আলী (৭০) বলেন, ‘আগে যা আছিলো ওইডাই বালা আছিলো। অহনা রাস্তা পাকা করবার যাইয়া আমরা সমস্যায় পরছি। অর্ধেক কাজ কইরা ঠিকাদার ফালাইয়া রাহুনের লাইগা চলাচল করাই কষ্টকর হইয়া পরছে। জনৈক রুকসানা পারভীন বলেন, ‘আমরা জামালপুর থেকে পরিবারের সবাই মাইক্রোবাস নিয়ে এসেছি। রাস্তার বেহালদশার কারণে গাড়ি চায়না মোড়ে রেখে দেড় কিলোমিটার হেঁটে পানিহাটা এসেছি।’ এলজিইডির উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে এবং মৌখিকভাবে তাকে বলা হয়েছে।’

সর্বশেষ খবর