শিরোনাম
মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বরিশালে একমঞ্চে হিন্দু মুসলিম খ্রিস্টানরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তবে ধর্ম ব্যবসায়ীরা কখনও কখনও এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চালায় বলে মন্তব্য করেছেন জেবুন্নেছা আফরোজ এমপি। গতকাল সন্ধ্যায় নগরীতে সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠানের উদ্বোধক মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেন বলেন, ধর্মকে নিয়ে যারা বিভেদ সৃষ্টি করে তাদের ব্যাপারে পুলিশ সতর্ক। সমাবেশে একমঞ্চে উপস্থিত ছিলেন মুসলিম, হিন্দু, খ্রিস্টান ধর্মের পুরোধা ব্যক্তিত্বরা। আলোচনায় অংশ নেন সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ আলিম মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, বরিশাল ডায়োসিস’র বিশপ সৌরভ ফলিয়া এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিজিতাত্মানন্দ। তারা সব ধর্মকেই শান্তির বলে আখ্যায়িত করে বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র বলে বক্তৃতা করেন।

সর্বশেষ খবর