বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

উপজেলা চেয়ারম্যান আটক

মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পিপি বিএনপি নেতা অ্যাড. মারুফ আহমেদ বিজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে শহরের  তার নিজস্ব ‘ল’ চেম্বার থেকে তাকে আটক করা হয়েছে। অপরদিকে নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিককে গ্রেফতার করেছে পুলিশ।

 —মেহেরপুর ও নাটোর প্রতিনিধি

জলাতঙ্ক নির্মূলে সভা

২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০১৮ সম্পর্কে সিলেটের বিশ্বনাথে অবহিতকরণ সভা হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় উপজেলার প্রত্যেক ইউনিয়নের প্রতিটি গ্রামে থাকা কুকুরগুলোকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে টিকা দেওয়া হবে বলে জানানো হয়। —বিশ্বনাথ প্রতিনিধি

চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রয়োজনীয় আইনি শর্ত না মেনে ওষুধ বিক্রির অপরাধে কাপাসিয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কাপাসিয়া বাজারের আনোয়ার মেডিকেল হলের আরিফ হোসেনকে ৩ হাজার, সরকার ফার্মেসির জাহাঙ্গীর সরকারকে পাঁচ হাজার, পবন মেডিকেল হলের আনোয়ারকে চার হাজার ও সজিব মেডিকেল হলের সঞ্জু দাসকে আট হাজার টাকা জরিমানা করা হয়। — গাজীপুর প্রতিনিধি

সেই আড়ৎ উচ্ছেদ

গাজীপুরের কালিয়াকৈরে বুধবার সকালে চন্দসড়কে অবৈধ সেই মাছের আড়ৎ উচ্ছেদ করে বনবিভাগ। মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জমি দখল এবং ভাওয়াল গড়ের বিশাল আকৃতির গজারী গাছ কেটে স্থানীয় প্রভাবশালীরা মাছের আড়ৎ পরিচালনা করে আসছিল। গত রবিবার বাংলাদেশ প্রতিদিনে এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে পড়ে। চন্দ্রা বিট কর্মকর্তা মাহমুদুল হক মুরাদ জানান, বনের জমিতে থাকা মাছের আড়ৎ ভেঙে দেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে। — কালিয়াকৈর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর