শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাথর উত্তোলনের নতুন রেকর্ড করল মধ্যপাড়া

অক্টোবরে উত্তোলন হয়েছে এক লাখ ২৩ হাজার টন

দিনাজপুর প্রতিনিধি

পাথর উত্তোলনের নতুন রেকর্ড করল মধ্যপাড়া

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে একদিনে রেকর্ড পরিমাণ পাথর উৎপাদন হয়েছে

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে গত মাসে পাথর উত্তোলনের নতুন রেকর্ড করেছে। এ সময়ে উত্তোলন হয়েছে এক লাখ ২৩ হাজার মেট্রিক টন পাথর। যা মাসিক উত্তোলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। একই সময় মধ্যপাড়া থেকে বিক্রি হয়েছে ৭২ হাজার মেট্রিক টন পাথর। তবে অক্টোবর মাসে পাথর উত্তোলনের নতুন রেকর্ড হলেও বিপণনে নানা সমস্যার কারণে খনি এলাকার ৯টি স্টক ইয়ার্ডে প্রায় তিন লাখ মেট্রিক টন পাথর মজুদ রয়েছে। মধ্যপাড়া পাথর খনির ডিজিএম (মার্কেটিং) রাজেউন নবী জানান, পাথর বিক্রি বেড়েছে। তিনি বলেন, এখানে পাওয়া ছয় ধরনের পাথর বিক্রির আলাদা আলাদা সময় রয়েছে। ট্রেনে সরবরাহের মাধ্যমে বিক্রি বন্ধ রয়েছে। এ অঞ্চলে ট্রাক সংকট থাকায় ক্রেতারা পাথর নিতে সময় লাগছে। এরপরও অক্টোবরে বিপুল পরিমাণ পাথর বিক্রি করা হয়েছে। পাথর উত্তোলনকারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) মহাব্যবস্থাপক জামিল আহমেদ জানান, অক্টোবরে উত্তোলন লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রায় ১ লাখ ২৩ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন হয়েছে। এটা জিটিসির অর্ধশতাধিক বিদেশি খনি বিশেষজ্ঞ, দেশি প্রকৌশলীসহ ৭৫০ জন খনি শ্রমিকের নিরলসভাবে কাজ করার কারণে সম্ভব হয়েছে।

খনি সূত্রে জানা যায়, জিটিসি বিগত কয়েক মাস ধরে প্রতিমাসে লক্ষাধিক টন পাথর উত্তোলন করলেও মধ্যপাড়া পাথর খনি কর্তৃপক্ষ সেই হারে পাথর বিক্রি করতে সক্ষম হচ্ছে না। মধ্যপাড়া পাথর খনি কর্তৃপক্ষের বিক্রয় নীতি বাজার উপযোগী না হওয়ার ফলে পাথরের মজুদ বাড়ছে বলে অনেকে মনে করছেন।

সর্বশেষ খবর