বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

টাকা পরিশোধে টালবাহানা ইন্স্যুরেন্স এএমডি আটক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ইন্স্যুরেন্স কোম্পানির পাঁচ হাজার গ্রাহকের ছয় কোটি টাকা পরিশোধ নিয়ে টালবাহানার অভিযোগ উঠেছে। কোম্পানির এএমডি শহিদুল ইসলাম শান্তসহ তিন কর্মকর্তাকে গতকাল অফিস থেকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানির প্রায় পাঁচ হাজার বীমা গ্রাহকের জামানতের টাকা ১০ বছর মেয়াদ পূর্ণ হলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লভ্যাংশসহ টাকা ফেরত না দিয়ে এক বছর ধরে বাহানা করছেন। মঙ্গলবার সকালে শতাধিক গ্রাহক কার্যালয়ে এসে টাকার চাপ দিলে অফিসের লোকজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। শাজাহানপুর থানার হালিমা ও লাভলী জানান, প্রতি মাসে ৩০০ টাকা করে ১০ বছর মেয়াদী বীমা করেছি। মেয়াদ পূর্ণ হলেও মূল টাকাসহ লভ্যাংশ প্রায় এক বছর ধরে দেই দিচ্ছি করছে সংস্থাটি। এএমডি জানান, ঢাকা অফিসের সমস্যার কারণে গ্রাহকদের চেক না হওয়ায় প্রায় পাঁচ হাজার গ্রাহকের ৬ কোটি টাকা পরিশোধ করা সম্ভব হয়নি। সদর থানার ওসি জানান, তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সর্বশেষ খবর