বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এনডিসি প্রতিনিধি দলের রাঙামাটি সফর

রাঙামাটি প্রতিনিধি

ন্যাশনাল ডিফেন্স কোর্সের (এনডিসি) একটি প্রতিনিধি দল রাঙামাটি সফর করেছে। মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা ও রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সঙ্গে পৃথক মতবিনিময় করে প্রতিনিধি দলটি।

এনডিসি প্রতিনিধি দলের কাছে পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক জীবনধারার বিভিন্ন তথ্য তুলে ধরেন নব বিক্রম কিশোর ত্রিপুরা। তিনি বলেন, ‘বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ অঞ্চলের উন্নয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।’ এ সময় ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে রিয়াল এডমিরাল আনোয়ারুল ইসলাম, মেজর জেনারেল রশিদ আমিন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলামস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য শাহিনুল ইসলাম, সদস্য প্রশাসন ড. প্রকাশ কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর