বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রশ্নপত্রে অসঙ্গতি তদন্তে কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসালামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তিপরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রে অসঙ্গতি নিয়ে সৃষ্ট জটিলতা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। অধ্যাপক জাকারিয়া রহমানকে আহ্বায়ক করে গতকাল পাঁচ সদস্যের এ কমিটি করেন উপাচার্য ড. রাশিদ আসকারী। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ফলে পরীক্ষায় জটিলতা সৃষ্টি হয়েছে। এ জটিলতার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করবে।’ উল্লেখ্য, সোমবার অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষার প্রশ্নপত্রে এবং ওএমআর শিটে অসঙ্গতি পাওয়া যায়। এ কারণে ফল নিয়ে শঙ্কায় রয়েছে ভর্তিচ্ছুরা। তারা পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে। ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের জন্য গঠিত কোর কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ।

সর্বশেষ খবর