বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্যবসায়ীকে পিটিয়ে মাফ চেয়ে ফের মামলা করালেন ইউএনও

সুনামগঞ্জ প্রতিনিধি

তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব নিরীহ এক ব্যবসায়ীকে ডেকে নাজেহাল করার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ করলে ক্ষুব্ধ এই কর্মকর্তার ইশারায় ৫৫ জনকে আসামি করে মামলা হয়েছে বলে জানা গেছে। মামলার একদিন আগে যদিও প্রতিবাদের মুখে লাঞ্ছিত ব্যবসায়ীর কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। প্রতিবাদে স্থানীয় আওয়ামী ও বিএনপি নেতা-কর্মী, ব্যবসায়ী এবং সাধারণ জনতা উপস্থিত থাকলেও এজাহারে আসামিদের ‘জামায়াত-বিএনপি’র নাশকতাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে তাহিরপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলকে। শনিবার রাত ১১টায় তুচ্ছ ঘটনা নিয়ে বাসা সংলগ্ন ব্যাটমিন্টন কোর্টে স্থানীয় ব্যবসায়ী বেলায়েত হোসেনকে ডেকে নিয়ে ইউএনও তার গালে চড়-থাপ্পড় দেন। এর প্রতিবাদে রবিবার দুপুর ১২টায় উপজেলা সদরে স্থানীয়রা প্রতিবাদ মিছিল করেন। মিছিল শেষে ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাকে প্রত্যাহার ও লাঞ্ছিত ব্যবসায়ীর কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানান। প্রতিবাদের মুখে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের সিনিয়র নেতাদের উপস্থিতিতে ইউএনও পূর্ণেন্দু দেব দুঃখ প্রকাশ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি হাফিজুর রহমান পলাশসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে রবিবার রাতে প্রতিবাদে অংশ নেওয়া ১৭ ব্যক্তিকে আটক করে পুলিশ। সোমবার দুপুরে ওই ১৭ জনসহ ৫৫ জনকে আসামি করে থানার উপ-পরিদর্শক পার্ডন কুমার সিংহ বাদী হয়ে জননিরাপত্তা আইনে মামলা করেন। এতে অজ্ঞাতনামা কয়েক জনকেও আসামি করা হয়েছে। তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বলেন, রবিবারই আমরা বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছি। ইউএনও ক্ষমা চেয়েছেন। রাতে শুনি আন্দোলনকারীদের গ্রেফতার করা হয়েছে। কেন তিনি এমন কাজ করলেন বোধগম্য নয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বলেন, রবিবারেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি শেষ করে দিয়েছেন। এ ঘটনায় মামলা হওয়ার কথা নয়।

সর্বশেষ খবর