বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাত পুলিশ সদস্যসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

অভিযোগ চাঁদাবাজি ও শ্লীলতাহানির

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ৭ পুলিশ সদস্যসহ ৫০ জনের নামে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। উপজেলার শেলাচাপরী গ্রামের মোজাহার আলীর ছেলে অ্যাড. হাবিবুর রহমান গতকাল শাহজাদপুর আমলি আদালতে মামলাটি করেন। বিচারক শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিব সরকারকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। মামলার আসামি ৭ পুলিশ সদস্য হলেন— শাহজাদপুর থানার এসআই গোলজার হোসেন, এসআই সাচ্চু বিশ্বাস, এসআই সামিউল ইসলাম, এসআই মতিউর রহমান, এসআই আমজাদ হোসেন, কনস্টেবল ময়নুল হক ও সুমন সরদার।

বাদী হাবিবুর রহমান জানান, মামলার ১ নম্বর আসামি রূপবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হোসেনসহ অন্যদের সঙ্গে তার পরিবারের বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলাও চলমান। নতুন কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা না থাকা সত্ত্বেও গত শুক্রবার রাতে সাত পুলিশসহ আসামিরা আমার ভাই মিজানুর রহমানের বাড়ির ঘরে ঢুকে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। আসামিদের নামে আমাদের পক্ষ থেকে আগের করা সব মামলাও তুলে নিতে বলে। ভাই তা অস্বীকার করলে এসআই গোলজার হোসেন তাকে বেধড়ক মারপিট করে। এ সময় মিজানুর রহমানকে উদ্ধার করতে তার স্ত্রী এগিয়ে আসলে তার শ্লীলতাহানি করে। অপর দিকে পুলিশের পক্ষ থেকে হান্ডকাফসহ আসামি মিজানুর রহমানকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৮২ জনকে আসামি করে শাহজাদপুর থানায় পুলিশ একটি মামলা করেছে। শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া বলেন, ঘটনার দিন মিজানকে গ্রেফতারের পর হ্যান্ডকাফ লাগানো হলে সে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। এই মামলা থেকে নিজেদের রক্ষা পাওয়ার কৌশল হিসেবে তারা কোর্টে পিটিশন করেছে। শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিব সরকার বলেন, এখনো এ সংক্রান্ত কোনো কাগজপত্র তিনি হাতে পাননি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর