বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সড়কে গাছ ফেলে গণডাকাতি

বাঞ্ছারামপুর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়কে গাছের গুঁড়ি ফেলে সাতটি মাইক্রো আটকিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মাল লুট করেছে ডাকাত দল। গাড়িতে থাকা নারীদের শারীরিক নির্যাতনেরও চেষ্টা চালায় তারা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর কবরস্থান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ নিতে গত এক মাসে এখানে তিনটি ডাকাটির ঘটনা ঘটল। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, ‘ডাকাতি রোধে তিন দিন ধরে বাহাদুরপুর কবরস্থান এলাকায় পুলিশ টহলে রেখেছি। এসআই হুমায়ুন কবিরের গাফিলতির কারণে হয়তো এ ঘটনা ঘটেছে।’ এসআই হুমায়ুন কবির বলেন, ‘যেখানে ডাকাতি হয়েছে সেখানে আমার ডিউটি ছিল। আমি অন্য কাজে একটু দূরে যাওয়ায় ডাকাতদের ধরতে পারিনি। রাত ১২টার পর জানতে পেরেছি এখানে ডাকাতি হয়েছে।’ স্থানীয় দরিকান্দি ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম স্বপন বলেন, ‘বাহাদুরপুর গ্রামের কবরস্থানগুলোর সামনে গত এক মাসে তিনবার ডাকাতি হয়েছে। প্রশাসনকে বলে রাতে টহল পুলিশের ব্যবস্থাও করিয়েছি। তারপরও কীভাবে ডাকাতি হয় বুঝতে পারছি না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর