শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চোখের ডাক্তার নেই রোগীরা সেবাবঞ্চিত

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছেন চক্ষু রোগীরা। চক্ষুর একমাত্র সিনিয়র কনসালটেন্ট ডা. ইয়ামলী খান দেড় মাস আগে বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর থেকেই হাসপাতালটিতে বন্ধ রয়েছে চক্ষু চিকিৎসা। চক্ষুর সিনিয়র কনসালটেন্টের আরেকটি পদ বহু আগেই থেকেই শূন্য। জানা যায়, সদর হাসপাতালে মাসে ২৫০-৩০০ চক্ষু রোগীর ছানী অপারেশন হতো। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতেন ৩০০-৪০০ জন। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এখন চক্ষু রোগীরা পুরোপুরি চিকিৎসাসেবা বঞ্চিত। চিকিৎসা না পেয়ে প্রতিদিন ফিরে যাচ্ছেন শত শত রোগী। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন গত ১৭ সেপ্টেম্বর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ন্যাশনাল আই কেয়ার বিভাগের পরিচালকের কাছে পত্র পাঠিয়েছেন। ওই চিঠিতে বলা হয়— ন্যাশনাল আই কেয়ারের আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চোখের চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন সিনিয়র কনসালটেন্ট ইয়ামলী খান। পদোন্নতিজনিত কারণে গত ১৪ সেপ্টেম্বর তাকে অন্যত্র পদায়ন করা হয়। এরপর থেকে এখানে চক্ষু রোগীদের চিকিৎসাসেবা একবারে বন্ধ। জরুরিভিত্তিতে কমপক্ষে একজন চক্ষু বিশিষজ্ঞ দরকার। শওকত হোসেন জানান, মেডিকেল অফিসাররা চোখের ছোট-খাট সমস্যার চিকিৎসা দিচ্ছেন- যেগুলো ওষুধে সারে। তিনি বলেন, ‘আমাদের এখানে অপারেশনের ভালো ব্যবস্থা আছে, সহায়তাকারী স্টাফও আছে। শুধু বিশেষজ্ঞ চিকিৎসক নেই।’

সর্বশেষ খবর